শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

রাফার শরণার্থী শিবিরে ইসরাইলের বর্বর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ

গাজ্জার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে কমপক্ষে ৩৫ জন শহীদ হয়েছেন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলী বাহিনী রাফার শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় শহীদ হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছেন শতাধিক।

এ সময় বেশ কয়েকটি শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রোববার (২৬ মে) ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, গাজ্জার গণহত্যার প্রতিবাদেই বেশ কিছুসংখ্যক রকেট ছুড়েছে হামাস যোদ্ধারা।

ইসরাইলী বাহিনী জানিয়েছে, হামাস দীর্ঘ চার মাস পর ইসরাইলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ফিলিস্তিনের রাফা শহর থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হলেও একাধিক প্রতিহতের দাবি করেছে ইসরাইলি সেনারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ