জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার সমস্ত রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজ্জা উপত্যকায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য এসব রাস্তা খুলে দেওয়া জরুরি।
মঙ্গলবার (১১ জুন) জর্দানের রাজধানী আম্মানে জরুরি ত্রাণ বিষয়ক শীর্ষ সম্মেলনে এ কথা বলেন গুতেরেস।
তিনি বলেন, এই ভয়াবহতা বন্ধ করতে হবে, এটি যুদ্ধবিরতির উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, গাজ্জায় পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তার জন্য সমস্ত সীমান্ত ক্রসিং থেকে অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করতে হবে যাতে সমস্ত এলাকায় সাহায্য বিতরণ এবং এ জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা যায়।
গাজ্জা উপত্যকায় ইসরাইলের চাপিয়ে দেওয়া পরিস্থিতিকে “দুঃখজনক” বলে বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব বলেন, গাজ্জায় গণহত্যা ও হত্যাকাণ্ডের গতি এবং মাত্রা জাতিসংঘ মহাসচিব হিসেবে আমার দায়িত্বপালনকালে কোথাও ঘটেনি।
সূত্র: পার্সটুডে











