শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে ২ ভারতীয় নিহত

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাগরিক।

বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত ওই দুই ভারতীয় নাগরিকের নাম প্রকাশ না করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সাথে জানাচ্ছি, রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষে নিহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিহত ওই দুই নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাশিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। তবে মস্কো এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

জানা যায়, বহু সংখ্যক ভারতীয় নাগরিক টাকা এবং রাশিয়ান পাসপোর্টের প্রলোভনে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াইয়ে যোগ দিয়ে প্রতারিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ