শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

শিশু অধিকার লঙ্ঘনের দায়ে ইসরাইলী সেনাবাহিনী কালো তালিকাভুক্ত: জাতিসংঘ

শিশু অধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘের কালো তালিকাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। এছাড়া এতে গাজ্জা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১১ জুন) জাতিসংঘের রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

এদিকে যুদ্ধে শিশুদের ক্ষতি করায় সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ।

একইসঙ্গে সংস্থাটি বিশ্বজুড়ে শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করে।

এতে সংস্থার মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।

শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ওই রিপোর্টে গুতেরেস লেখেন, গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতংকিত। রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ