জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কার করবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
ইসরাইলের একটি রেডিও চ্যানেলকে এ কথা জানান জাতিসংঘে নিযুক্ত দেশটির বিশেষ দূত গিলাদ এরডান।
তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইসরাইল ‘তার ভূখণ্ড’ থেকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি পর্যালোচনা করছে। জাতিসংঘের কর্মকর্তাদের দেশটি থেকে প্রত্যাহারের এবং ইসরাইলের ভালো-মন্দ বিবেচনা করার সময় এসে গেছে।
সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নিরপরাধ শিশুদের ওপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরাইলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ।
সে সময়ই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেন, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরাইলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করেই ইসরাইল জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের কথা চিন্তা করছে বলে মনে করা হচ্ছে।











