শনিবার, মে ১০, ২০২৫

এবার হজ্বের খুতবা দিবেন ড. মাহের আল মু’আইকিলী; শোনা যাবে ২০টি ভাষায়

spot_imgspot_img

এবার পবিত্র হজ্বের খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. মাহের বিন হামাদ আল মু’আইকিলী।

৯ জিলহজ্ব আরাফা দিবসে লক্ষ লক্ষ হাজ্বিদের উদ্দেশ্যে পবিত্র হজ্বের খুতবা পাঠ করবেন তিনি।

সৌদি হজ্ব পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মসজিদে নামিরা থেকে ড. মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল মু’আইকিলী আল বালাওয়ী প্রদত্ত এবারের খুতবা সরাসরি ২০টি ভাষায় প্রচার করা হবে।

ভাষাগুলো হলো, ১. ইংরেজি ২.ফরাসি ৩. মালয় ৪. উর্দু ৫. ফার্সি ৬. চীনা ৭. তুর্কি ৮. রাশিয়ান ৯. হাউসা ১০. বাংলা ১১. সুইডিশ ১২. স্প্যানিশ ১৩. সোয়াহিলি ১৪. আমহারিক ১৫. ইতালিয়ান ১৬. পর্তুগিজ ১৭. বসনিয়ান ১৮. মালায়লাম ১৯. ফিলিপিনো ২০. জার্মান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img