শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

মোদির গাড়ির ওপর স্যান্ডেল নিক্ষেপ; রাহুল বলছেন গুজরাট মডেলের ভয় কেটে গেছে

গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বারানসিতে নিজের নির্বাচনী এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির ওপর স্যান্ডেল ছুড়ে মারা হয় জনতার ভিড় থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির গাড়ির নিরাপত্তারক্ষী চলন্ত গাড়ির বনেটের ওপর থেকে কিছু একটা তুলে ফেলে দিচ্ছেন। গাড়ির সামনের আসনে মোদি বসে আছেন।

মোদির গাড়ির ওপর পড়া বস্তুটি কী, তা প্রশাসন বা বিজেপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ছবিতে স্পষ্ট বোঝা না গেলেও বেশীরভাগ মানুষ দাবি করছেন বস্তুতি একটি স্যান্ডেল।

এদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও বলেছেন যে সেটি স্যান্ডেল ছিল। ‘নিট’ ও ‘নেট’ পরীক্ষার দুর্নীতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে রাহুল বলেন মোদি সরকার চালাতেন ভয়কে হাতিয়ার করে। কিন্তু এখন আর মানুষ তাঁকে ভয় পাচ্ছে না। বারানসির স্যান্ডেলকাণ্ড সেটির প্রমাণ। ভোটের আগে এমন করার সাহস কেউ পেতেন না। মানুষের মনে এতটাই ভয় ছিল। মার্কেটিং ও ভয়, এটাই হলো মোদির গুজরাট মডেল। এর ওপরই তিনি নির্ভরশীল ছিলেন। সেই ভয় ভোটের পর কেটে গেছে। তা ছাড়া অন্য সমস্যাও আছে। দলের মধ্যে সমস্যা আছে। সংঘে আছে।

তিনি আরও বলেন, এখন কেউ আর মোদিকে ভয় পাচ্ছেন না। তাঁকে নিয়ে মানুষ ঠাট্টা–তামাশা শুরু করছে। আগে নাকি তাঁর বুকের ছাতি ৫৬ ইঞ্চি ছিল। এখন ঠিক কত, বলতে পারব না। হয়তো ৩০–৩২ ইঞ্চি হয়ে গেছে।

রাহুল বলেন,

পরীক্ষায় দুর্নীতি নিয়ে মোদি কেন নীরব, সে প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন, নীরব, কেননা তিনি পঙ্গু হয়ে গেছেন। তাঁর এখন একটাই চিন্তা, লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে। সরকার টিকিয়ে রাখতে পারবেন কি না, তা নিয়ে। উনি মানসিকভাবে চুরচুর করে ভেঙে পড়েছেন। তাঁর যা মানসিকতা, তাতে এইভাবে সরকার চালানো অসম্ভব।

রাহুল বলেন, নরেন্দ্র মোদি সম্পর্কে যে ধারণা ছিল, যে ভাবমূর্তি ছিল, বিরোধীরা তা চুরমার করে দিয়েছে। মানুষের ভয় তাই কেটে গেছে। তিনি চিন্তায় আছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ