প্রবল বৃষ্টিতে ভারতের দিল্লি বিমানবন্দর টার্মিনালের ছাদ ভেঙে ১জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ জুন) দেশটির রাজধানীতে দিল্লীতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
দেশটির সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, প্রবল বৃষ্টিতে ভারতের রাজধানীর দিল্লীতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধ্বসে পড়ে। এই ঘটনায় এক জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টার্মিনালের ওই অংশে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ছাদ ভেঙে পড়ায় গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু:খ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে দিল্লি বিমানবন্দর টার্মিনাল-১ এর ছাদ ভেঙে ১জন যাত্রী নিহত ও বেশ ক’জন আহতের ঘটনায় দু:খ প্রকাশ করা হয়। বৃষ্টির ফলে টার্মিনালের ছাদ ভেঙে পড়াকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে আখ্যায়িত করা হয়। ঘোষণা দেওয়া হয় সাময়িক সময়ের জন্য দিল্লির সকল ফ্লাইট স্থগিত রাখার।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু সংবাদমাধ্যমকে জানান, দিল্লি বিমানবন্দরে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। যাত্রী সেবা ও বিমান পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্বশীলেরা।
সূত্র: আনাদোলু











