শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলকে আবারও সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে আমেরিকা ইসরাইলকে ৫শ পাউন্ডের বোমা বহনকারী জাহাজ পাঠাবে বলে নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে ইসরাইলের উদ্দেশে দুই হাজার পাউন্ড এবং ৫শ পাউন্ডের বোমা বহনকারী জাহাজের দুটি চালান পাঠানোর কথা ছিল আমেরিকার। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজ্জা উপত্যকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সে সময় এ চালান সাময়িকভাবে স্থগিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানান, আমেরিকা দুই হাজার পাউন্ড বোমার চালানটি ফের স্থগিত রেখে ৫শ পাউন্ডের বোমা সরবরাহ করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ