রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

ইরাক-সিরিয়ায় পিকেকের বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান

ইরাক ও সিরিয়ায় কুর্দিপন্থি সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শিগগিরই সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার (১৩ জুলাই) মিলিটারি একাডেমির স্নাতকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

এরদোগান বলেন, আমরা খুব শিগগিরই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনীর নেই।

তরুণ সামরিক স্নাতকদের তিনি আরও বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ইরাক ও সিরিয়ায় সম্পূর্ণভাবে আটকা পড়েছে। তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে। আমরা সিরিয়ার সঙ্গেও আমাদের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়ের ধসে পড়া পয়েন্টগুলো সম্পন্ন করব।

সূত্র: আল-জাজিরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img