রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

কুখ্যাত অপরাধীর ক্ষমতায়নের মঞ্চে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেস: তুরস্ক

আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কংগ্রেসে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বক্তৃতার সুযোগ দেওয়ায় দেশটির সমালোচনা করেছে তুরস্ক।

শনিবার (২৭ জুলাই) দেশটির পার্লামেন্টে এবিষয়ে একটি রেজ্যুলিউশন পাশ হয়।

রেজ্যুলিউশনে বলা হয়, এই গণতান্ত্রিক অপমানে আমরা অপমানিত ও লজ্জাবোধ করছি। এটি খুবই দু:খজনক যে, ইহুদিবাদী ইসরাইলের লাগামহীন আগ্রাসন রোধের পরিবর্তে বিশ্ব মানবতার কুখ্যাত অপরাধীর অপরাধের ক্ষমতায়ন ও উৎসাহের মঞ্চে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেস। যে মঞ্চে মিথ্যাচারে ভরপুর বক্তৃতার প্রদর্শনী হয়েছে।

সুস্থ বিবেক থেকে কংগ্রেসের ভেতরে ও বাহিরে যারা এর বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলেছেন আমরা তাদের মনোভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। যেসব কংগ্রেস সদস্য মানবিকতা ও সাধারণ বিবেক থেকে সাহসিকতার সাথে এই কুখ্যাত জনের বক্তৃতার বিরোধিতা করেছেন ও অধিবেশন বর্জন করেছেন তাদের প্রশংসা করছি।

এছাড়া ইসরাইলের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ, অবিলম্বে গাজ্জা গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও এই লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা সমর্থন করারও আহবান জানানো হয় রেজ্যুলিউশনে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img