শুক্রবার, মে ৯, ২০২৫

দেশে করোনায় মৃতদের মধ্যে চার ভাগের তিনভাগই পুরুষ

spot_imgspot_img

করোনায় বাংলাদেশে এ পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের মধ্যে চার ভাগের তিনভাগই পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে করোনায় মৃতদের তালিকায় নারীর তুলনায় পুরুষ বেশি হলেও বাংলাদেশে তা আরও বেশি।

করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে শুক্রবার পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৬৪ জন। এছাড়া এ পর্যন্ত ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং এক হাজার ৭৬২ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img