মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ভূগর্ভস্থ মিসাইল শহরের ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সতর্ক করতে ভূগর্ভস্থ মিসাইল শহরের ভিডিও প্রকাশ করলো লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

শুক্রবার (১৬ আগস্ট) দলটির মিডিয়া উইং ‘ইমাদ-৪’ নামক মিসাইলের ৪ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে।

ভিডিওতে ‘ইমাদ-৪’ মিসাইল উৎক্ষেপণের কাজে ব্যবহৃত বিরাট বিরাট লাঞ্চার ও সামরিক সরঞ্জাম সম্পন্ন বিশাল বিশাল টানেল দেখানো হয়। প্রদর্শিত হয় দলটির ভূগর্ভস্থ সামরিক সক্ষমতার পরিধি, যা এতদিন আড়াল রাখা হয়েছিলো। এছাড়া মোটরসাইকেলে চড়ে হিজবুল্লাহ সদস্যদের ওই সমস্ত টানেলে আসা-যাওয়া করতে দেখা যায়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের ভূগর্ভস্থ সামরিক সুযোগ-সুবিধা শত্রুর (ইসরাইলের) দখলের সম্ভাবনা থেকে শুধু নিরাপদ নয় বরং সম্ভাব্য আক্রমণ থেকেও সুরক্ষিত।

এছাড়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ভিডিওতে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, প্রতিরোধ রকেটগুলো ইসরাইলের উত্তরের কিরিয়াত শামোনা থেকে দক্ষিণের ইলিয়াত পর্যন্ত যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। দখলদারদের শায়েস্তা করতে পুরো ফিলিস্তিনকে ঘিরে রেখেছে এসব রকেট।

ভিডিও প্রসঙ্গে বৈরুতের ইরানি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, পাহাড়-পর্বত ও ভূগর্ভে স্থাপিত মিসাইল অঞ্চলকে আমরা ‘মিসাইল সিটি’ বলে থাকি। পুরো ইরান এমন মিসাইল সিটিতে ভরপুর। প্রয়োজন দেখা দিলে, আমরা ইসলামিক রিপাবলিক অফ ইরানের যেকোনো স্থান থেকে শত্রুদের উপর আঘাত হানতে পারি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সীমান্তের পাল্টাপাল্টি হামলা থেকে ধীরে ধীরে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরাইল ও হিজবুল্লাহ। ৭ অক্টোবর ২০২৩ এ গাজ্জা গণহত্যা শুরুর পর থেকে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সমর্থনে ও নিজ দেশের সীমানা পুনরুদ্ধারের লক্ষ্যে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

ইসরাইলের সাথে পাল্টাপাল্টি হামলায় সংগঠনটির সদস্য সহ লেবাননের শতাধিক নাগরিক শহীদ হোন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img