মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

আগামী বিজয় দিবসের আগে পদ্মা ও কুশিয়ারা সেতু চালু হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আগামী বিজয় দিবসের পূর্বে আমরা আমাদের দেশের স্বপ্নের পদ্মা সেতু ও সুনামগঞ্জের লাখো মানুষের স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধনের মাধ্যমে যান চলাচল শুরু করতে চাই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন।পরিকল্পনামন্ত্রী সিলেট বিভাগের দীর্ঘ সেতু কুশিয়ারা নদীর ওপর ১৫০ কোটি টাকা ব্যয়ে ৭২০ মিটার দৈর্ঘ্য রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন।

এছাড়া তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ব্যয়ে রানীগঞ্জ সড়ক থেকে অনন্ত গোলাম আলীপুর সড়কে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন। এছাড়াও ৫৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img