বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে খেলাফত ছাত্র আন্দোলনের আহ্বান

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে দেশের পূর্বঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট আকস্মিক বন্যায়, দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এই আহ্বান জানান।

খেলাফত ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে উদ্ধার তৎপরতা চালানো, পানি বিশুদ্ধকরণ উপকরণ ও শুকনো খাবার বিতরণ করার নির্দেশনা প্রদান করে নেতৃদ্বয় বলেন, যে যেখানে আছেন সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একযোগে কাজ করুন। জাতির ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব।

ভারতের পানি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, প্রতিবেশী কথিত বন্ধু রাষ্ট্রটি সবসময়ই এদেশের মানুষের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। প্রয়োজনের সময় পানি আটকে দিয়ে ফসলি জমিকে মরুভূমির সৃষ্টি করে আর অপ্রয়োজনের সময় বাঁধ খুলে দিয়ে দেশে বন্যার সৃষ্টি করে প্রকৃত শত্রুর আচরণ করেছে।

নেতৃদ্বয় বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে বাংলাদেশ-ভারত আন্ত:নদীসমূহের পানি বন্টনে ন্যায্য হিস্যা আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ