মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

রবিবার নতুন ২০ ফায়ার স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২১ সালের মধ্যে নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপনের অংশ হিসেবে আগামী কাল রোববার (২৭ ডিসেম্বর) ৮ বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। সকাল ১১ টায় পুরান ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া সেলের কর্মকর্তা রায়হান।

তিনি বলেন, ৮ বিভাগে ২০ টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এর মধ্যে পাবনায় ২টি, মানিকগঞ্জে ১টি, বগুড়ায় ২টি, চট্টগ্রামে ১টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।

নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে আমাদের কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img