বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

প্রায় একযুগ পর মুক্তি পেলেন মুফতী জসিমুদ্দীন রাহমানী

দীর্ঘ প্রায় একযুগ পর জামিনে মুক্তি পেলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী জসিমুদ্দীন রাহমানী।

আজ (২৬) আগস্ট) সোমবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মুফতী জসিমুদ্দীন রাহমানীর মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার আত্মীয়-স্বজনসহ অসংখ্য আলেম-ওলামা ও সাধারণ মানুষ।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেফতার মুফতি জসিম উদ্দিন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজ পত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

মুফতী জসিমুদ্দীন রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়। কুক্ষাত ইসলামবিদ্বেষী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img