বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

এজলাসের মধ্যেই ইনুকে ডিম নিক্ষেপ; মেনন খেলেন জুতার বাড়ি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে পৃথক দু’টি মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আদালতে তোলা হয়। এসময় তাদেরকে লক্ষ্য করে এজলাসের মধ্যেই ডিম ছুড়েন বিক্ষুব্ধ আইনজীবীরা। এজলাস থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে একজন ক্ষুব্ধ আইনজীবী রাশেদ খান মেননের পিঠে জুতা দিয়ে বাড়িও মারেন।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে ৭ দিনের রিমান্ড এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় মেননকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় ইনু ও মেননকে। তারপর ৫টা ১০ মিনিটে তাদেরকে এজলাসে তোলা হয়। তখনই তাদেরকে লক্ষ্য করে ডিম ছুড়েন কয়েকজন আইনজীবী।

আদালতের রায়ের পর রাশেদ খান মেননকে গারদে নিয়ে যাওয়ার পথে একজন আইনজীবী রাশেদ খান মেননের পিঠে জুতা দিয়ে বাড়ি দিতে দেখা যায়। এর আগে এজলাসে আনার সময় তাদেরকে লক্ষ্য করে কিল-ঘুষি দিতেও দেখা যায় বিক্ষুব্ধ আইনজীবীদের।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img