মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলের সিনেগগ নির্মাণের আকাঙ্খা পবিত্র স্থানকে অপবিত্র করার হুমকি: আফগানিস্তান

মুসলিমদের ৩য় পবিত্রতম স্থান ও প্রথম কেবলা মসজিদে আকসায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সিনেগগ নির্মাণের আকাঙ্খা লক্ষ লক্ষ মানুষের পবিত্র স্থানকে অপবিত্র করার হুমকি বলে নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

মঙ্গলবার (২৭ আগস্ট) এবিষয়ে একটি বিবৃতি দেয় দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়, মসজিদে আকসার পবিত্র আঙিনায় জায়োনিস্ট ইসরাইলের মন্ত্রীর সিনেগগ নির্মাণের অভিপ্রায়ের তীব্র নিন্দা জানাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই ধরণের বার্তা প্রকাশ করে যে জায়োনিস্ট সন্ত্রাসবাদী সরকার আন্তর্জাতিক আইন, বৈশ্বিক রীতিনীতি ও সকলের পবিত্র স্থান হিসেবে স্বীকৃত স্থানের কোনো পরোয়া করে না।

বিবৃতিতে আরো বলা হয়, মসজিদে আকসায় ইহুদি উপাসনালয় নির্মাণের আকাঙ্খা ও এতে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশে অর্থায়নের ঘোষণা শুধু মৌলিক নীতিমালার লঙ্ঘন নয় বরং মুসলিমদের প্রথম কেবলা ও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের পবিত্র স্থানকে অপবিত্র করার হুমকিও বটে। জায়োনিস্টদের এমন বেপরোয়া ও আগ্রাসী বক্তব্য বিশ্বের সকল মুসলিমদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে।

আমরা পুনরায় আমাদের অবস্থানের কথা জানান দিচ্ছি যে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান মসজিদে আকসা ও দখলকৃত অঞ্চলসহ পুরো ফিলিস্তিনকে শুধুমাত্র ফিলিস্তিনিদের অধিকার বলে মনে করে। পবিত্র আকসা ফিলিস্তিনি জনগণের অধিকারে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যেমন তা মুসলিমদের প্রথম কেবলা হিসেবে রয়েছে।

আমরা মুসলিম বিশ্বের নেতা, আন্তর্জাতিক সংস্থা ও পৃথিবীর সকল দেশকে ফিলিস্তিনে চলতে থাকা জায়োনিস্ট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে একতাবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। আহবান জানাচ্ছি, গাজ্জায় চলমান গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধ নিশ্চিত করতে। মুসলিমদের আঘাত করে এমন দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা থেকে তাদের বিরত রাখতে।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ