বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলকে থামাতে বিন সালমানকে কঠোর হতে জোর দিলেন এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে থামাতে সৌদি আরবের প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রীর পদে থাকা যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে কঠোর হতে জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

রবিবার (১ সেপ্টেম্বর) ফিলিস্তিন গণহত্যা ইস্যুতে উভয়ের মাঝে ফোনালাপ অনুষ্ঠিত হয়।

তুর্কি প্রেসিডেন্ট হাউজের যোগাযোগ বিভাগের তথ্যমতে, ফিলিস্তিন ভূখণ্ডে দখলদার ইসরাইল পরিচালিত গণহত্যা বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মাঝে আজ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা।

প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিন ভূখণ্ডে বিশেষত গাজ্জায় অবাধে মানবতা বিরোধী নৃশংস অপরাধ পরিচালনা বন্ধে ইসরাইলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। জোর দেন স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলা ও মানবতা বিরোধী নিপীড়ন রোধে সৌদি যুবরাজকে কঠোর হওয়ার।

এছাড়া ইস্যুটি সমাধানে মুসলিম বিশ্বের যৌথবাহিনী গঠনের মাধ্যমে সম্মিলিত অভিযানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ