মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

নেতানিয়াহুর ছলচাতুরিতে ভেস্তে যাওয়ার মুখে যুদ্ধ বিরতি আলোচনা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় স্থায়ী যুদ্ধ বিরতির জন্য মুখিয়ে ছিল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে যুদ্ধ বিরোধী থেকে পাশ কাটিয়ে গাজ্জায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের দাবি, চুক্তিপত্রে হঠাৎ করে নতুন শর্ত সংযুক্ত করেছে ইসরাইল। মিসরের সঙ্গে গাজ্জার সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোরের ওপরে খোলামেলাভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতে চান নেতানিয়াহু। যা এই যুদ্ধ বিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে বাধাগ্রস্থ করেছে।

প্রসঙ্গত, গত মে মাসে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই করিডোর দখলে নেয় ইসরাইল। এরপর থেকে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এই করিডর। আর এখন এটিই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গাজ্জাকে অস্ত্র মুক্ত রাখতে হলে এই করিডোরের নিয়ন্ত্রণ থাকতে হবে ইসরাইলি বাহিনীর কাছে। এতে গাজ্জায় অস্ত্র পাচার বন্ধ করা সম্ভব হবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ