মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

প্রতিবাদ জানানোই মাথায় গুলি চালিয়ে মার্কিন-তুর্কি নারীকে হত্যা করলো ইসরাইলী সেনারা

পশ্চিম তীরে প্রতিবাদ জানাতে যাওয়া এক মার্কিন তুর্কি নারীকে মাথায় গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ২৬ বছর বয়সী ওই তরুণী বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিবাদ জানাতে গেলে ইসরায়েল সেনাবাহিনী তাদের ওপর এলাপাতাড়ি গুলি চালায়। এতে ওই তরুণীর মৃত্যু হয়।

দ্বৈত নাগরিকত্ব থাকা আয়সেনুর ইজগি আইগি নাবলুসে অবৈধভাবে ইসরাইলিদের বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, আয়েসেনুর ইজগি আইগি প্রথমবার বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মূলত তিনি ফিলিস্তিন সমর্থক গোষ্ঠী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের সঙ্গে বিক্ষোভে অংশ নেন।

এ ঘটনাকে মর্মান্তিক ক্ষতি বলে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। অন্যদিকে এ ঘটনাকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসরাইলের বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ