গত এক সপ্তাহে ফিলিস্তিনিদের ৪৭ টি স্থাপনা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বসতি স্থাপনকারীরা। এসব স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি ছিল কৃষি স্থাপনা।
দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের তায়বা অঞ্চলে গত এক সপ্তাহ ধরে এই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ইহুদিরা
প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুতে তুরমুস আয়া চেকপোস্টে একটি হামলায় ইসরাইলের তিনজন পুলিশ অফিসার নিহত হন। এঘটনার পর তায়বা অঞ্চলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে ইসরাইলি বাহিনী। ফলে সেখানে এক সপ্তাহ ধরে প্রবেশ করতে পারেনি ফিলিস্তিনিরা। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর সেখানে গিয়ে দেখা যায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
মুহাম্মাদ ত্নেইনা নামে এক ভুক্তভোগী জানান, অবৈধ বসতি স্থাপনকারীরা শুধুমাত্র তার বাড়ি ধ্বংস করেই ক্ষান্ত হয়নি- আঙ্গুর বাগান নষ্ট করেছে ও জমিতে সেচ দেওয়ার জন্য যে মেশিনটি ব্যবহার করা হতো সেটিও ভেঙে গুড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে তায়বা অঞ্চলে যাওয়ার প্রধান সড়কটি বন্ধ করে দিয়েছিল ইসরাইলি বাহিনী। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এসব ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।
ত্নেইনা বলেন, তায়বা অঞ্চলটি তুরমুস আয়া পৌরসভার অন্তর্গত, যা ইসরাইল কতৃকও স্বীকৃত। তবুও প্রতিনিয়ত এই অঞ্চলে ফিলিস্তিনি কৃষকদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী।
উল্লেখ্য, ফিলিস্তিন উপনিবেশ ও প্রাচীর প্রতিরক্ষা কমিশনের পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১৯ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। সেই সঙ্গে আহত করেছে আরো ৭৮৫ জনকে। এছাড়াও ২৮ টি বেদুইন পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











