শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশি

ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা অতীশি মারলেনা। দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ) মামলায় আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েকদিন পর শনিবার অতীশি নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার রাজ নিবাসে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেতা অতীশি।

অতীশির সঙ্গে অন্য পাঁচজন নবনিযুক্ত মন্ত্রীও দিল্লির মন্ত্রিসভার সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন। তারা হলেন, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, ইমরান হুসাইন, কৈলাশ গেহলত এবং নতুন সুলতানপুর মাজরার বিধায়ক মুকেশ আহলাওয়াত।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ