লেবাননে টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণ ও নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক ভিডিও বার্তায় এ বিষয়টি জানিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ও হতাহতের ঘটনায় উদ্বিগ্ন রাশিয়া। এমন ঘটনা পৃথিবীতে আগে পরে কখনো ঘটেনি। এটি একটি সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড। যা অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। একই সঙ্গে এই বিষ্ফোরণের ফলে ভুগতে হচ্ছে বহু মানুষকে।”
তিনি আরো বলেন, “এটি দেখতে সাধারণ ঘটনা হলেও তা একটি সম্পূর্ণ নতুন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে কয়েক ডজন সাধারণ নাগরিকসহ বেশ কিছু এই ঘটনায় নিহত হয়েছেন”
সূত্র: মিডল ইস্ট মনিটর











