শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট-ক্ষেপণাস্ত্র হামলা

ইহুবাদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায়, ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে ইসরাইলি হামলার পরপরই এই হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার প্রতিশোধে ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে জানায়, ইসরাইলকে লক্ষ্য করে লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি রকেটের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। গালিলির নিম্নাঞ্চলে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ