গত মাসে লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাবহৃত টেলিকমিউনিকেশন ডিভাইস পেজার বিষ্ফোরণ ঘটিয়ে এক অভিনব যুদ্ধের সূচনা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। কিন্তু কিভাবে এমন নিখুঁত হামলা চালানো হল তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। তবে এবার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট।
এ বিষয়ে আমেরিকা ও ইসরাইলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানায়, ২০২২ সালে হিজবুল্লাহর পেপারগুলো বিষ্ফোরণের পরিকল্পনা হাতে নেয় ইসরাইল। পরিকল্পনা অনুযায়ী এই পেজারগুলো ইসরাইলেই তৈরি করা হয়েছে। যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিল দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ।
এই পেজারগুলোর ভেতরেই বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়। এটি এতটাই সতর্কভাবে সম্পন্ন করা হয়েছিল যেন পেজারগুলো ভেঙে ফেললেও বিস্ফোরক দ্রব্য যেন সনাক্ত না করা যায়।
পরবর্তীতে ২০২৩ সালে, একজন মার্কেটিং কর্মকর্তার দ্বারা এই পেজারগুলোই হিজবুল্লাহকে ক্রয়ের জন্য উপস্থাপন করা হয়। পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়া এই পেজারগুলো ক্রয়ের মাধ্যমে ইসরাইলের পাতানো ফাঁদে পা দেয় হিজবুল্লাহ।
যার ভয়াবহ পরিণতি ঘটে গত মাসের ১৭ তারিখ। এই দিনে প্রায় তিন হাজার পেজার বিস্ফোরণে অর্ধশত মানুষ নিহত হয়। আহত হয় কয়েক হাজার লেবানিজ।
সূত্র: ওয়াশিংটন পোস্ট











