গত ১৩ অক্টোবর থেকে সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৮ টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের ১৪৯ তম অধিবেশন। জাতিসংঘের পর এই সম্মেলনেও লাঞ্ছিত হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। কারণ, বক্তৃতা মঞ্চে ইসরাইলের এক কর্মকর্তা উঠতেই ওয়াক আউট করেছে তুরস্কসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। এসময় অধিবেশন কক্ষে উচ্চস্বরে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটা ভিডিও থেকে দেখা যায়, ইসরাইলের প্রতিনিধি মঞ্চে উঠতেই চেয়ার ছেড়ে উঠে যান বহু দেশের প্রতিনিধিরা। এ সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দিতে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
প্রসঙ্গত, এই অধিবেশনে তুরস্কের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যসহ আরও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছিলেন। তারাও এই প্রতিবাদে যোগ দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ইসরাইলি প্রতিনিধির বক্তব্য শেষ হওয়ার পর পুনরায় প্রতিনিধিগণ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে বর্বর ইসরাইলি সেনারা। এছাড়াও লেবাননের মাটিতে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে তেল আবিব। গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে লেবাননে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৫ লক্ষ লেবানিজ।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











