শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞার দাবিতে বেলজিয়ামে ৩২,০০০ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বেলজিয়ামে বিক্ষোভ করেছেন ৩২ হাজার মানুষ। সমাবেশ থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) রাজধানী ব্রাসেলসে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩২ হাজার বিক্ষোভকারী অংশ নেন।

এ সময় যুদ্ধ বিরতির দাবির সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞা আরোপে চাপ প্রয়োগের জন্য বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান।

গাজ্জায় ইসরাইল যা করছে তা যুদ্ধ নয়, সুস্পষ্ট গণহত্যা- সমাবেশে এ ধরণের বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ