বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

পশ্চিমবঙ্গে সরকার বদলাতে নভেম্বর থেকে ফের ময়দানে নামছি : মিঠুন চক্রবর্তী

ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেছেন, হিন্দু ভোটারদের ভোট দিতে না দিলে দেখে নেব। আগামী বছর যারা আপনাদের ক্ষমতায় আনে তাদেরও ভোট দিতে দেব না। আমি খুনের রাজনীতি করেছি। এটা ১৯৬৮ সালের ২৮ বছরের মিঠুনের হুঙ্কার। বাংলায় খুনের রাজনীতি চলছে। পশ্চিমবঙ্গে সরকার বদলাতে নভেম্বর থেকে ফের ময়দানে নামছি। মাসে ২০ দিন দলের হয়ে কাজ করবেন জানিয়ে দেন তিনি।

আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই ২০২৬ এ বাংলায় পরিবর্তনের ডাক দিলেন অভিনেতা ও রাজনীতিবিদ।

অমিত শাহের সামনেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, গত নির্বাচনে বিজেপির ফলে দুঃখ পেয়েছি। এরপরেই বাংলায় পরিবর্তনের ডাক দেন মিঠুন। হিন্দিতে বলেন, যারা সদস্য হবেন দলের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবেন। মারধরের জবাবে পাল্টা মার দিতে হবে।

বিজেপিতে যোগদান করা নতুন সদস্যদের উদ্দেশে মিঠুন বলেন, পয়সা নিয়ে কাজ করবেন না। পয়সা নিয়ে বিজেপির সদস্য হবেন না। সামনে এসে লড়বে আমাদের এমন সদস্য চাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ