বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত : জো বাইডেন

প্রায় ১৩ মাস ধরে গাজ্জায় অবৈধ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এখন পর্যন্ত ৪৩ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ বন্ধ হয়নি। বরং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই গাজ্জায় চলছে ইসরাইলি নৃশংসতা। কিন্তু প্রাণহানি ৪৩ হাজার ছাড়ানোর পর এবার যেন বিবেকের দুয়ারে ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।

সোমবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়্যারে ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার আগাম ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত আলাপকালে বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি দরকার। এই যুদ্ধের অবসান হওয়া উচিত।

তিনি বলেন, নিউ ক্যাসেল শহরের ভোটকেন্দ্র ছেড়ে যাওয়ার পরে যুদ্ধবিরতি প্রচেষ্টার জন্য ফোনে কথা বলবেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজ্জায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ