আমেরিকা ও তার মিত্ররা মধ্য এশিয়ায় পুনরায় সামরিক উপস্থিতির অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম পরাশক্তিধর রাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শুক্রবার (১ নভেম্বর) ইউরেশিয়ান নিরাপত্তা বিষয়ক ২য় আন্তর্জাতিক মিনস্ক সম্মেলনে বক্তৃতায় তিনি একথা বলেন।
ল্যাভরভ বলেন, মধ্য এশিয়ায় পুনরায় নিজেদের সামরিক উপস্থিতি ঘটানোর লক্ষ্যে অজুহাত খুঁজে বেড়াচ্ছে আমেরিকা ও মার্কিন মিত্ররা। আফগানের ভঙ্গুর পরিস্থিতি ও স্থিতিশীলতার সুযোগ নিতে চায় ২০ বছর দখলদারিত্ব শেষে আফগান ছেড়ে পালানো দেশটি। চায় হস্তক্ষেপের লক্ষ্যে এতে নিজেদের সম্পৃক্ত করতে।
সম্মেলনে সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO) এর মহাসচিব ইমাঙ্গালি তাসমাগাম্বেতভ দাবি করেন, আফগানিস্তানে ইতিবাচক পরিবর্তন সত্ত্বেও এই অঞ্চলে সন্ত্রাসবাদ, উগ্র মতাদর্শ এবং সংগঠিত মাদক পাচারের হুমকি অপরিবর্তিত রয়েছে।
এছাড়াও বলেন, প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতা ও বিশেষত এই অঞ্চলের পানির সমস্যা আন্তঃরাষ্ট্রীয় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে।
সিএসটিও মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ভালো-মন্দ কিছুই বলা হয়নি।
সূত্র: তলো নিউজ











