বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় যুদ্ধের অবসানে আমি আমার ক্ষমতাকালে সব কিছু করবো : কমালা হ্যারিস

আর একদিন পরই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এই ভোটে এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে গাজ্জায় চলমান যুদ্ধের বিষয়টি। আর এরই অংশ হিসেবে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমালা হ্যারিস বলেছেন, গাজ্জায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে আমি আমার ক্ষমতাকালে সব কিছু করবো ।

আজ সোমবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমালা হ্যারিস স্থানীয় সময় রোববার রাতে ইস্ট ল্যান্সিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটির সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গাজ্জায় যুদ্ধের অবসান ঘটাতে আমি আমার ক্ষমতার সব কিছু করব। যুক্তরাষ্ট্রের এই মিশিগানেই সবচেয়ে বেশি সংখ্যক আরব-আমেরিকান নাগরিক বাস করেন এবং সেটা মাথায় রেখেই কমালা এই বক্তব্য দেন।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ