ইন্তেকাল করলেন জামেয়া হাটহাজারী খ্যাত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার অন্যতম সিনিয়র উস্তাদ মাওলানা আবু আহমদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) শ্বাসকষ্ট জনিত কারণে তার ইন্তেকাল হয়।
জামেয়ার শিক্ষক মুফতি সাখাওয়াত হোসাইন জানান, আজ জামেয়ার উস্তাদ ও দায়িত্বশীলদের একটি বৈঠক ছিলো। বৈঠকে তিনি মাওলানা আবু আহমদ সাহেবের পাশেই বসা ছিলেন। এই প্রবীণ উস্তাদ ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত কারণে অস্বস্তি বোধ করছিলেন। মিটিং রুম থেকে বেরিয়ে কয়েকবার পায়চারিও করে আসেন। কিন্তু স্বস্তি বোধ না করায় তিনি বৈঠক ত্যাগ করে বিশ্রামের জন্য চলে যান। পরবর্তীতে বৈঠক শেষে তারা খবর পান জামেয়ার এই অন্যতম প্রবীণ ও সিনিয়র উস্তাদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন।
আজ বাদ এশা জামেয়া প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে









