বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

কাবুলে পুনরায় দূতাবাস চালু করায় সৌদি আরবকে স্বাগত জানালো আফগানিস্তান

spot_imgspot_img

গত রবিবার ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় দূতাবাস চালু করেছে সৌদি আরব। এ বিষয়টিকে স্বাগত জানিয়ে রিয়াদের প্রশংসা করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রসাশন। বলা হয়েছে, এমন পদক্ষেপ উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি জোরদার করবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ তাকাল বলেন, রিয়াদের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রসারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমরা আশাবাদী যে, দূতাবাস পুনরায় চালু করার ফলে আফগানিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার হবে এবং সৌদি আরবে থাকা আফগানদের সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ২০টি প্রতিনিধি ও কূটনৈতিক কেন্দ্র রয়েছে। যারা কনস্যুলার কার্যক্রম পরিচালনা করছেন। এই প্রক্রিয়া দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img