শুক্রবার, মে ৯, ২০২৫

সিলেটে নদীর পাড়ে নবজাতকের লাশ

spot_imgspot_img

সিলেটে নগরের কিন ব্রিজ এলাকা থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার সুরমা নদীর দক্ষিণ পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার হয়।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিন ব্রিজের পূর্ব পাশে সুরমা নদীর পাড়ে লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স অনুমানিক একদিন।

নবজাতককে কারা ওই স্থানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img