ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও সিরিয়াতে যুদ্ধাপরাধের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন ৯ জন ব্রিটিশ সৈনিক। এসব সৈন্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর নির্যাতন, হত্যা ও অতিরিক্ত বল প্রয়োগের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমরা চাই, একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত সম্পন্ন হোক।
উল্লেখ্য, গত দশকে সিরিয়াতে ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্যরা সন্ত্রাসী গোষ্ঠী দায়েসকে দমনের লক্ষ্যে কাজ করলেও, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং নিরীহ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠে। একইভাবে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে ব্রিটিশ স্পেশাল ফোর্স সদস্যদের হাতে অন্তত ৮০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে বলে পূর্বের একটি তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে।
সূত্র: বিবিসি









