গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মতো নিষ্ঠুরতার মধ্য দিয়ে ফিলিস্তিনি নেতাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও, মুসলিম বিশ্বের কাছে তাদের নাম আরো বেশি উজ্জ্বল ও স্মরণীয় হয়ে উঠছে। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে আরব বিশ্বের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ও শহীদ কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার।
বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মাহর নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল সমাপ্তির কয়েক ঘণ্টা আগেই, ইজিপশিয়ান মনিটরিং নেটওয়ার্ক নামে একটি সংস্থা তাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী আরব বিশ্বের সেরা ব্যক্তিত্ব বাছাইয়ের জরিপ শুরু করে। এই জরিপের ফলাফলের ভিত্তিতে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্ষসেরা ব্যক্তিত্ব বাছাইয়ের জরিপে অংশ নেন আরবি ভাষাভাষী মোট ৩ লাখ মানুষ। যার মধ্যে ৮৫ শতাংশ জনগণ ইয়াহিয়া সিনওয়ারের পক্ষে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা করতে লড়াই করেছেন ইয়াহিয়া সিনওয়ার। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র, ইসরাইল মনে করেছিল তিনি ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রয়েছেন, তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। দখলদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিতেন সিনওয়ার। প্রতিটি মুহূর্তে ফিলিস্তিনিদের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন তিনি। গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ গাজ্জায় ইসরাইলি বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় শহীদ হন হামাসের এই সাহসী নেতা।
সূত্র: এভিএ









