মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

১৭৮ বিডিআরের কারামুক্তিতে কোনও বাধা নেই

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে থাকা ১৭৮ বিডিআরের জামিন আদেশে স্বাক্ষর করেছেন বিচারক। এতে তাদের আর কারামুক্তিতে বাধা নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন।

এর আগে গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর হত্যাকাণ্ড ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠছে। গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা।

এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img