শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

আন্তর্জাতিক আদালতকে মানবাধিকারের সংকীর্ণ ব্যাখ্যা চাপানোর প্রচেষ্টা বন্ধের আহবান আফগান সরকারের

আন্তর্জাতিক আদালত আইসিসিকে মানবাধিকারের সংকীর্ণ ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধের আহবান জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগান সরকার।

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উচিত জনগণের ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে বিশ্বকে মানবাধিকারের নির্দিষ্ট ও সংকীর্ণ ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করা।

এছাড়া দেশটির সর্বোচ্চ প্রধান বা আমিরুল মুমিনীন হেবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হক্কানীর বিরুদ্ধে আরোপিত অভিযোগকে ভিত্তিহীন ও গ্রেফতারী পরোয়ানা জারির আবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।

সম্প্রতি নারী ও নারীবাদীদের নিপীড়ন এবং নারী অধিকার লঙ্ঘনের কথিত অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসিতে) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ প্রধান বা আমিরুল মুমিনীন ও প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করে এর শীর্ষ প্রসিকিউটর কারিম খান।

ইমারাত সরকারের নারী নীতি যা নারীদের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন বলে দাবী করা হচ্ছে এর স্বপক্ষে তিনি বলেন, আমাদের তদন্তে আমরা কিছু যৌক্তিক কারণ খুঁজে পেয়েছি যা ইঙ্গিত করে, আখুন্দজাদা ও হক্কানী লিঙ্গ ভিত্তিক মানবিক অপরাধের জন্য দায়ী ও রোম সংবিধির ধারা ৭ (১) (এইচ) এর আওতায় আইনত অপরাধী। তালেবানের উচিত হবে না মৌলিক মানবাধিকার লঙ্ঘনকে ও রোম সংবিধি অনুযায়ী যা অপরাধ বলে প্রমাণিত তাকে শরঈ ব্যাখ্যা দিয়ে ন্যায্যতা দেওয়া।

এর মাধ্যমে তিনি ও তার প্রতিষ্ঠান দেশটির ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের চর্চাকে অপরাধ সাব্যস্ত করেছেন। ধর্মীয় ও জাতীয় মূল্যবোধকে একতরফাভাবে শরঈ আইন আখ্যা দিয়ে ইসলামী শরীয়তের প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

উল্লেখ্য, কারিম খান তার বক্তব্যে রোম সংবিধিকে ইসলামী শরীয়তের উর্ধ্বে বলে প্রমাণ করতে চেয়েছেন, যা কোনো প্রকৃত মুসলিমের কাজ হতে পারে না।

রোম সংবিধি (Rome Statute) হলো আন্তর্জাতিক অপরাধ বা ফৌজদারি আদালত (International Criminal Court – ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। এটি ১৭ জুলাই ১৯৯৮ সালে রোমে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০০২ সালে কার্যকর হয়। রোম সংবিধি আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ মোকাবিলার জন্য আইনি কাঠামো প্রদান করে।

যেসব দেশ এই সংবিধি স্বাক্ষর ও অনুমোদন করেছে, তারাই এর অধীনে পড়ে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে অন্য দেশের বিষয়েও বিচার চালানো যেতে পারে।

আফগানিস্তান ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি রোম সংবিধিতে সাক্ষর করে, তবে এখনো একে অনুমোদন দেয়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img