সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

৪ নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল

spot_imgspot_img

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (২৫ জানুয়ারি) গাজ্জায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা চার ইসরাইলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে।

ইসরাইলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে।’ চুক্তির দ্বিতীয় দফায় শনিবার মোট ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালের দিকে গাজ্জা নগরীতে এক অনুষ্ঠানে ইসরাইলি চার জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

ইসরাইলি জিম্মিদের মুক্তির পরপরই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলোকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ওফার সামরিক কারাগার ছেড়ে যেতে দেখা যায়। ইসরাইলের প্রিজন সার্ভিস বলেছে, ২০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img