মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৭ জানুয়ারি) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন।

রাষ্ট্রপক্ষ রিমান্ড পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিট্রেট মো: সাইফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img