সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ইসরাইলে পুলিশের সঙ্গে হারেদি ইহুদিদের সংঘর্ষ; ৩ পুলিশ আহত

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ইসরাইলি পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে সেনা প্রশিক্ষণ বিরোধী হারেদি ইহুদিরা। তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি মরিচের গুড়া স্প্রে করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভ।

প্রতিবেদনে বলা হয়, হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিরুদ্ধে বিক্ষোভকারীরা জেরুজালেমে ইসরাইলি সেনাবাহিনীতে অর্থোডক্স ইহুদি ইউনিট গঠনের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সভা বানচালের চেষ্টা করেছে।

বিক্ষোভকারীরা ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ও মরিচের গুড়া স্প্রে করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

আয়োজিত সভায় শত শত হারেদি সৈন্যসহ হাজার হাজার উগ্র ইহুদির অংশগ্রহণের কথা ছিল এবং ইসরাইলি সেনাবাহিনীর অর্থোডক্স নেতৃত্ব এই সভার অন্যতম আর্থিক পৃষ্ঠপোষক। ইসরাইলি পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও সভাস্থলের আশেপাশে বহু বিক্ষোভকারী অবস্থান নিয়েছে এবং এটি ব্যাহত করার চেষ্টা করছে।

ইসরাইলি পুলিশ ঘোষণা করেছে, সংঘর্ষে তাদের অন্তত তিনজন সদস্য আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img