মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

৫ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

গতবছর জুলাই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে মাহামুদুল হাসান মুন্না হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মুখ্য মহানগর আদালত-৩ এর বিচারক দেবী রানী চৌধুরী এ আদেশ দেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাকে কড়া প্রহরায় আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানীতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস গলির তার ভাগ্নের বাসা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img