মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

আওয়ামীপন্থি দুই আইনজীবী গ্রেফতার; আতঙ্কে বাকিরা

লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। অন্যদিকে জহির উদ্দিন বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবর সকালে আদালতে আসেন। পরে তিনি আদালত থেকে বের হলে গ্রেফতার করে পুলিশ। নুরুল হুদা আদালতে আসার জন্য ঝুমুর এলাকার বাসা থেকে বের হন। পুলিশ সেখানেই তাকে গ্রেফতার করে। তাদের দুজনকে গত ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাতনামা আসামিদের তালিকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে এ দুই আইনজীবী গ্রেফতারের ঘটনায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানা গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img