সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

রাজকীয় সম্মানে উমরাহ পালন করলেন সিরিয়ার প্রেসিডেন্ট জুলানী

spot_imgspot_img

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শা’রা আল-জুলানী সৌদি আরবে রাজকীয় সম্মানে উমরাহ পালন করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান এবং পরে পবিত্র মক্কায় গিয়ে উমরাহ পালন করেন।

উমরাহ পালনের আগে রবিবার ২ ফেব্রুয়ারি তিনি রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই নেতা সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এটি তার প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সিরিয়ার নবগঠিত সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, আহমদ আল শারা ইহরাম পরিধান করে উমরাহ পালন করছেন। সৌদি কর্তৃপক্ষ তার সফরের সময় নিরাপত্তা নিশ্চিত করে এবং তাকে বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img