বর্তমান বিশ্বের কুখ্যাত খুনী ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ডের পরিবর্তে সৌদিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জায়োনিস্ট দখলদারদের সরকার প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছে আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ও এই ধারণার তীব্র নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইমারাত সরকার এধরণের আচরণ ও পদক্ষেপকে একইসাথে অবাস্তব, ঐতিহাসিক ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিষয় অস্বীকার এবং সৌদি সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।
নেতানিয়াহুর বক্তব্য বিশ্বের সুপ্রতিষ্ঠিত রীতিনীতি ও ফিলিস্তিনিদের বৈধ অধিকারের সরাসরি অবমাননা ও লঙ্ঘন। আফগানিস্তান ও ইমারাতে ইসলামিয়ার সরকার পুনর্ব্যক্ত করছে যে, সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডের বৈধ অধিকার শুধুই ফিলিস্তিনিদের। এতে যতদিন জায়োনিস্টদের দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘিত হতে থাকবে। গাজ্জা সহ পুরো অঞ্চল অস্থিতিশীল থাকবে। এতে করে কেউই উপকৃত হবে না।









