ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চার জিম্মির মরদেহ হস্তন্তর করার পর নিহত বন্দিদের পরিবারের উদ্দেশ্যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানদেরকে জীবিত ফিরিয়ে দিতে। কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারই তাদের হত্যা করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চার ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করার পর এক বিবৃতিতে এসব কথা বলে হামাস।
বিবৃতিতে হামাস জানায়, তারা বন্দিদের জীবিত রাখার চেষ্টা করেছিল। তাদের যত্নও নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল। কিন্তু ইসরাইলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করে তাদের হত্যা করেছে।
বিবৃতি হামাস বলেছে, অপরাধী নেতানিয়াহু আজ তার বন্দিদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করছে। কিন্তু এটি কেবল তার নিজের দোষ ঢাকার অপচেষ্টা। ইসরাইলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে।
হামাস সতর্কবার্তা দিয়ে আরও বলে, জীবিত বন্দিদের ফেরত পেতে হলে শুধু বন্দি বিনিময় চুক্তিই একমাত্র পথ। যদি ইসরাইলি সেনাবাহিনী আগ্রাসন চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে বন্দিরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে।
উল্লেখ্য, গাজ্জার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রসের কাছে শিরি বিবাস নামে এক নারী, আরিয়েল ও কফির নামে তার দুই শিশু সন্তান এবং ওদেদ লিফশিৎজ নামে ৮৩ বছরের এক বৃদ্ধের মরদেহ হস্তান্তর করেছে হামাস।









