যুদ্ধবিধ্বস্ত গাজ্জা উপত্যকায় হানা আল-গুসি নামে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এ নিয়ে ইসরাইল আরো একবার হামাসের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গাজ্জা উপত্যকার দক্ষিণে রাফার আল-জেনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি সেনারা রাফা এলাকার বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালালে ওই নারী শহীদ হন। এর পাশাপাশি ইসরাইলি সামরিক যানবাহনগুলো আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব ও উত্তর-পূর্ব দিকে এবং গাজ্জা শহরের শুজাইয়া এলাকার পূর্বে মেশিনগান থেকে গুলি চালায়।
সূত্র: পার্সটুডে









