সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১ মার্চ ২০২৫, শনিবার থেকে ১৪৪৬ হিজরির রমজান মাস শুরু হবে।
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে যে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, যার ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হবে।
সৌদি আরবের ঘোষণার পর এখন অন্যান্য দেশেও চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হবে ১ বা ২ মার্চ।